গাংনীতে দুটি বেকারীতে অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে দুটি বেকারীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত মোড়কীকরণ বিধি লংঘন করার অপরাধে মঙ্গলবার দুপুরে উপজেলার বামন্দি বেতবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, বেতবাড়িয়ার মেসার্স ফিরোজ বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় ৩০ হাজারা ও মেসার্স হাসিবুল বেকারিকে একই অপরাধ ও ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে সতর্ক করে জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়। এসময় মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!