গাংনীতে প্রথম দু’জন করেনা রুগী সনাক্ত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম,ফারুক আহমেদ :

মেহেরপুরের গাংনীতে প্রথম দু’জন করেনা রুগী সনাক্ত হয়েছে। বুধবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কমর্কর্তা ডা: রিয়াজুল আলম। করেনা আক্রান্ত ব্যক্তিরা হলেন ষোলটাকা গ্রামের মৃত মজনুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ও রংমহল গ্রামের পলাশ আহমেদ। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কমর্কর্তা ডা: রিয়াজুল আলম জানান, উপজেলার ষোলটাকা গ্রামের ঐ ব্যক্তি গত ২৩ এপ্রিল ঢাকার মোহাম্মদ থেকে নিজ বাড়িতে আসেন। তখন থেকে সে হোমকোয়ারেন্টাইনে ছিলেন। গত ৩রা মে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলে সেখান থেকে আজ বুধবার করেনা রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এছাড়া রংমহল গ্রামের ঐ ব্যক্তি গত ২৯ এপ্রিল ওমান দেশ থেকে বাড়িতে আসেন। গত ১লা মে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সেখান থেকে পজেটিভ বলে নিশ্চিত করা হয়।  মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে বুধবার ১৬টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৫ জন নেগেটিভ। একটি পজেটিভ এসেছে। এছাড়া ঢাকা শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে একটি পজেটিভ এসেছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ বাড়িতে আইশোলেশনে থাকবেন। এছাড়া তাদের পার্শবর্তী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া আক্রন্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য : এ নিয়ে মেহেরপুরে জেলায় মোট পাঁচজন করোনা শনাক্ত হল। এর মধ্যে মুজিবনগর উপজেলার ভরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ মৃত্য বরণ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!