গাংনীতে প্রবাসীর স্ত্রী হত্যায় জড়িত মুলহোতা আটক। হত্যার দায় স্বীকার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর মহিষাখোলা গ্রামে প্রবাসীর স্ত্রী হত্যায় জড়িত মুনায়েম হোসেন (৪৬) নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানিয়েছেন মোনায়েম হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আটক মুনায়েম মহিষাখোলা গ্রামের আব্দুল আজিজের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে মুনায়েমকে সাথে নিয়ে গাংনী থানা পুলিশ হত্যার স্পটে নিয়ে যায়। এ সময় সেখান থেকে হত্যার কাজে ব্যবহৃত লুকিয়ে রাখা রশি একটি পান বরজ থেকে উদ্ধার করা হয়। ঘাতক মোনায়েমের পুলিশকে জানিয়েছে,নিহত আফরোজা কিছু দিন আগে থেকে তার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় সে আমাকে প্রেমের বিষয়ে ফাঁসানোর জন্য হুমকি দিয়ে আসছিল। এ হুমকির কারণে সোমবার রাতে টাকা দেয়ার নাম করে কৌশলে মাঠে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা শেষে পুকুরে লাশ ফেলে আসি। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটায়নিহতের ভাই শাহারুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত নামাদের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০। তাং ২৪/১২/১৯ ইং। উল্লেখ্য : মঙ্গলবার দুপুর মহিষাখোলা গ্রামের চাঁদ আলীর পুকুরে আফরোজার লাশ উদ্ধার করা হয়। মহিষাখোলা গ্রামের মৃত হাউস আলীর মেয়ে ও একই উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী আফরোজা খাতুন (৩০) দু’পুত্র সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!