গাংনীতে বিদুৎপৃষ্টে হুমনুমান গুরুত্বর আহত। ব্যবস্থা নিতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের উদাসীনতা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বিদুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়েছে বন্য প্রানী হুনুমান। শনিবার বিকাল ৫ টায় গাংনী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে বন্য প্রানীটিতে রক্ষা করতে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা ফায়ার সার্ভিস,বন বিভাগ ও প্রানী সম্পদ বিভাগকে অনুরোধ করার পরও কোন দপ্তরই বন্যপ্রানী হুমনুমানটিতে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। শেষ পর্যন্ত গাংনী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বন্য প্রানীটিকে। স্থানীয়রা জানান,বেশ কিছুদিন যাবৎ অন্তত ১০টা বন্য প্রানী হনুমান গাংনী হাসপাতাল বাজার সহ বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরতে থাকে। শনিবার বিকালে হাসপাতাল চত্তর এলাকায় একটি হনুমান বিদ্যুৎপুষ্টে গুরুত্বর আহত হয়। প্রানীটিতে উদ্ধার ও যথাযথ চিকিৎসা সেবা ও খাবার সরবরাহ করার জন্য ফায়ার সার্ভিস,বন বিভাগ ও প্রানী সম্পদ বিভাগকে অনুরোধ করার পরও কোন দপ্তর থেকে সাড়া মেলেনি।  স্থানীয়রা আরো জানান,বন্যপ্রানীটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। মানবিক কারনে দ্রত সময়ের মধ্যে প্রানীটিকে চিকিৎসা সেবা ও খাবারের ব্যবস্থা করা হলে দ্রত সুস্থ হয়ে উঠতে পারে। এদিকে ফায়ার সার্ভিস,বন বিভাগ ও প্রানী সম্পদ বিভাগকে অনুরোধ করার পরও কোন দপ্তরই সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।  গাংনী বন বিভাগের কর্মকর্তা হামিম জানান,আমি মেহেরপুরে থাকি এ মুহুর্তে কিছু করা সম্ভব নয়। কেউ যদি বন্য প্রানীটিতে আটকিয়ে রাখতো তাহলে ভালো হতো। দায়িত্ব আপনার তাহলে কে দেখভাল করবে এমন প্রশ্ন করলে তিনি গড়িমশি শুরু করেন।  গাংনী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ইছাহাক আলী বিশ্বান জানান,বন্য প্রানীর বিদ্যুৎপুষ্টের বিষয়টি আমাদের দেখভাল করার বিষয়না। পৌরসভাকে দেখার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ইতোপুর্বে এক বন্য প্রানীকে বাঁচাতে গিয়ে উর্দ্ধত্বন কর্তৃপক্ষের কাছে জবাব দিহি করতে হয়েছে।  গাংনী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তফা জামানের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। গাংনী প্রানী সম্পদ অফিসের উপ সহকারী কর্মকর্তা আলী রেজা জানান,গাংনী উপজেলা নির্বাহী অফিসেরর নির্দেশনা পেয়ে বন্যপ্রানীটিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বন্যপ্রানীটিতে আটকিয়ে রেখে যথাযথ চিকিৎকা ও খাবার ব্যবস্থা করা হলে দ্রত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতো।  গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, বন্যপ্রানীটির বিষয়ে অবগত হওয়ার পর প্রানী সম্পদ দপ্তর দ্রত ব্যবস্থা নেয়ার জন্য বলা হলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে বন বিভাগ বা ফায়ার সার্ভিস বন্য প্রানীটিতে উদ্ধার বা সংরক্ষনের ব্যবস্থা না নেওয়া তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!