গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ,গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্তর থেরক একটি শোভাযাত্র বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই স্থানে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছরিন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এসময় মেডিকেল অফিসার,ফেরদৌস পারভেজ,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই হাবিব(সিনিয়র),পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ৮ জন শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফপিআই ইসরাক। উল্লেখ্য :১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!