গাংনীতে বেশি মূল্যের মাংস বিক্রি করার অপরাধে দুজনের জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করার অপরাধে আলমগীর ও মিলন হোসেন নামের দুজন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী মাংশের বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ানুর রহমান এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, গাংনী বাজারের মাংস ব্যাবসায়ীরা ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতারা অভিযোগ দিলে তার সত্যতা প্রমানিত হওয়ায় উক্ত ব্যাবসায়ীদের দুইজনকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি দল এ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এর আগে মাংশের বাজারে মূল্যে’র অস্থিরতা নিয়ে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম কসাইদের সাথে কথা বলেন। এবং নির্ধারিত মূল্যে মাংশ বিক্রেয়ের আহবান জানান। পৌর মেয়র জানান,ছাগলের মাংশ ৭ থেকে ৮শ’ ও গরুর মাংশ ৫ থেকে ৫৮০ টাকা পর্যন্ত বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। কাথুলী মোড়ে মাংশ ব্যবসায়ীদের উপরও নজর দারি করা হচ্ছে বলে জানা গেছে। অনিয়ম করলেই ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!