গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৬ ইটভাটা মালিকের ৩ লাখ টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে রাস্তায় মাটি ফেলে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টির অপরাধে ৬ ইটভাটা মালিকের প্রায় ৩ লাখ টাকা অর্থদন্ড (জরিমানা) করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান এ অর্থদন্ডের আদেশ প্রদান করলে ইটভাটা মালিকরা তাৎক্ষনাক অর্থ পরিশোধ করেন। জানা গেছে,বামুন্দী এলাকার ইটভাটা মালিক লিটন আলীর,৬০, সোহাগের ২০,আব্দুল আওয়ালের ৫০,চঞ্চলের ৭০,থানাপাড়ার স্বপনের ৩০ ও রুহুল আমীনের ৬০ হাজার া অর্থদন্ড আদায় করা হয়। রাস্তায় কাঁদা থাকার কারনে মঙ্গলবার সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া যানচলাচল বন্ধ থাকে। যানচলাচল বন্ধ থাকায় রাস্তার দু’পাড়ে কয়েকশত গাড়ি আটকা পড়ে। চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। রাস্তায় মাটি ফেলে দূর্ভোগ সৃষ্টির ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করে যাত্রী ও বাস ট্রাক শ্রমিকরা। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় দূর্ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট,ফায়ার সার্ভিস,পুলিশ সড়ক পরিস্কার করে যানচলাচলের উপযোগী করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!