গাংনীতে মদ ও ফেন্সিডিল উদ্ধার। আটক-১

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে একজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিপুর ও সাহেবনগর এলাকা থেকে ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। গাংনী থানা অফিসার ইনচাজ (ওসি) মো: ওবাইদুর রহমান জানান,কাজিপুর ইউনিয়নের সাহেবনগর এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজিপুর মন্ডল পাড়ার এনামুল মন্ডলের ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক মোঃ রফিকুল আলম জানিয়েছেন, কাজিপুর বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাংগা নদীরপাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০(ষাট) বোতল মদ উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!