গাংনীতে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে হামলা। আহত ৫

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোল্লাপাড়ার মৃত দাউদ আলীর ছেলে এমদাদুল হক (৫০) ও মৃত মনসুর মোল্লার ছেলে মোতালেব হোসেনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্রত সমস্যা নিরসন করা না হলে যে কোন সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে। স্থানীয়রা জানান, তেঁতুলবাড়ীয়া মোল্লাপাড়ার মসজিদের কমিটি নিয়ে প্রবীন আওয়ামীমীগ নেতা ডা; মোশাররফ হোসেন ও কারিগর পাড়ার মুন্টুর ছেলে মাসুমের গংয়ের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে জুম্মার নামাজের পরপরই নামাজ শেষে দু’পক্ষ তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করে বলেন, মাসুমের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে আর্তকিত হামলা চালায়। হামলায় তাদের ৫জন আহত হয়। এছাড়া বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে মাসুমের সাথে কথা বলতে শুক্রবার রাত ১০ টার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আমানুল্লাহ হামলার নিন্দা জানিয়ে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন,মসজিদ কমিটি নিয়ে বিরোধ চলছে সেটা আইনগত ভাবেই সমাধান করা হবে। কিন্তু মাসুমের নেতৃত্বে হামলা দু:খ জনক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!