গাংনীতে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে অনলাইন ও সরাসরি জামুকায় আবেদনকৃত সকল মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত কাগজপত্র এবং সহযোদ্ধাদের সাক্ষীসহ (লাল মুক্তিবার্তায় ও ভারতীয় তালিকায় নাম আছে এমন)উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে ৯ টি ইউনিয়ন ও পৌরসভার আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু হয়েছে। ইতোমধ্যেই ধানখোলা ইউপির আবেদনকৃত ২৮ জনের মধ্যে উপস্থিত ১১ জন এবং বামন্দী ইউপির ৩২ জনের মধ্যে উপস্থিত ১৭ জনের কাগজপত্র দেখা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব দিলারা রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সোহরাব আলম, লাল মুক্তিবার্তা নং ধারী প্রকৃত মুক্তিযোদ্ধা , নিরাপত্তা কর্মী পুলিশ সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন্ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!