গাংনীতে যুবলীগ নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা –এম এ খালেক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামে ত্রানের স্লিপ ছিনিয়ে নেওয়া কিংবা ইউপি সদস্যকে মারধরের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। শনিবার রাতে সাংবাদিকদের কাছে এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ কথা জানান। তিনি বলেন, ধানখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য বিএনপি কর্মী হাবিবুর রহমান ফিরোজ সরকারী ত্রান প্রকৃত অসহায় মানুষদের বাদ দিয়ে বিএনপির লোকজনকে দেয়। একারনে স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা দলমত নির্বিশেষে সকল শ্রেনীর পেশার মানুষকে দেওয়ার আহবান জানায়। এ নিয়ে কথাকাটাকাটি হতে পারে। অথচ বিএনপি কর্মী ও ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ যুবলীগ নেতাদের ত্রানের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ গাংনী থানায় মিথ্যা মামলা করেছে। সঠিক মনিটরিং করার কারনে গাংনী উপজেলার কোথাও ত্রান বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেনি। কিন্তু ফিরোজ মেম্বর যুবলীগ নেতৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ তুলে ষড়যন্ত্র করে সরকারে সুনাম ক্ষুন্ন করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!