গাংনীতে লাইনে দাঁড়িয়েও ১০ টাকা কেজির চাল পাইনি কর্মহীন শ্রমজীবি মানুষ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

করোনা সংক্রামনের কারনে অসহায় দরিদ্র ও শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য নিশ্চয়তার জন্য গাংনী শহরে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বুধবার সকাল ১০ টার সময় ওএমএস ’র চাল বিক্রিয়ের উদ্বোধন করা হয়। চাল বিক্রিয়ের উদ্বোধনকালে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। খাদ্য বিভাগ থেকে জানানো হয়েছে,প্রতি সপ্তাহে তিনদিন রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার ১০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে। এদিকে প্রথম দিনে গাংনী হাইস্কুল এন্ড কলেজ চত্তরে কর্মহীন শ্রমজীবি মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে লাইনে দাড়িয়ে থেকেও অনেকে চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ী ফিরেছে। চাহিদার তুলনায় চাল এর বরাদ্দ কম হওয়ায় বরাদ্দ বাড়ানোর দাবি করেছে ভুক্তভুগীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!