গাংনীতে সংখ্যালঘু যুবতী নারীর ধর্ষন মামলায় ইটভাটা মালিক মফিজুল জেল হাজতে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সংখ্যালঘু যুবতী নারীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় ইটভাটা মালিক মফিজুল ইসলামকে জেল হাজাতে প্রেরন করেছে আদালত। বুধবার দুপুরে গাংনী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত জমিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ধর্ষনের অভিযোগে গত মঙ্গলবারে রাতে ইটভাটা মালিক ও ঠিকাদার মফিজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বুহস্পতিবার আদালতের মাধ্যামে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,যৌন নির্যাতনের শিকার ঐ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। উল্লেখ্য : বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ সংখ্যালঘু যুবতি নারীকে ৫ বছর যাবত যৌন নির্যাতন করার অভিযোগে ইটভাটা মালিক ঠিকাদার মফিজুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মফিজুল ইসলাম ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের সাহাজাত আলীর ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!