গাংনীতে সংর্ঘষের ঘটনায় ৭ আসামীর থানায় আত্মসমর্পন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামে ইফতার দেয়াকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় যুবলীগ নেতা আলাইহিমসহ ৭ আসামী থানায় আত্মসমর্পন করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় তারা সেচ্ছায় গাংনী থানায় এসে আত্মসমর্পন করেন। স্থানীয় যুবলীগ নেতা আলাইহিম জানান, ইফতার দেয়াকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের দুজন আহত হয়। ঐ ঘটনায় গাংনী থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছে তবুও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে থানায় আত্মসমর্পন করেছি। ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ভবানিপুর ক্যাম্পের এস আই ওলিয়ার হোসেন, জানান, বেতবাড়িয়া গ্রামের আলিহীম হোসেন,সোলাইমান হোসেন,জাহিদ হোসেন,মহন, নাসির,বাচ্ছু তাইজেল হোসেনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য ,বেতবাড়িয়া নতুন পাড়া জামে ইফতার দেয়াকে কেন্দ্র করে শিলন ও মিল্লাল ঐ গ্রামের তাইজেলকে চাপ প্রয়োগ করে গরীব ও অসহায় হওয়ায় ইফতার দিতে অপরাগত প্রকাশ করেন। এনিয়ে তাইজেল ও শিলন আলীর মধ্যে বাকবিতন্ডায় সৃষ্টি হয়।এক পর্যায় বাকবিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!