গাংনীতে সরকারী ভাবে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে টিসিবি’র মাধ্যমে ৪৫টাকা দরে পেঁয়াজ বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়।পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারী ভাবে এই স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের চাহিদানুযায়ী জেলা প্রশাসক গাংনীতে স্বল্প মূল্যে বিক্রির জন্য ৬ মে.টন পেঁয়াজ বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, প্রয়োজনে আরও বেশী পরিমান পেঁয়াজ সরবরাহ করা হবে। প্রত্যেককে ২ কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। সকল শ্রেণি পেশার মানুষ (মহিলাসহ) সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করে। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইয়ানুর রহমান, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, গাংনী পৌর আ,লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!