গাংনীতে সরকারী রাস্তার ড্রপকেটে পুকুর খনন। রাস্তা ধ্বসে পড়ার আশংকা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী উপজেলার ধানখোলা ইউপির আড়পাড়া গ্রামে সরকারী পাকা রাস্তার ধার (ড্রপ) কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। রাস্তার পাড় কেটে গভীর পুকুর খনন করায় রাস্তাটি ঝুঁকির মধ্যে পড়েছে। ড্রপ কাটা বন্ধ না করলে এবছরই বর্ষায় রাস্তাটি ভেঙ্গে পড়বে। সরকারের লক্ষ লক্ষ টাকা দিয়ে পাকা রাস্তা তৈরীর সুফল থেকে এলাকাবাসী বঞ্চিত হবে। এমনকি রাস্তাটি ধ্বসে পড়ার আশংকা রয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, আড়পাড়া পূর্ব পাড়া গ্রামের ধনীউল্লাহ মাষ্টার প্রভাব বিস্তার করে সরকারী সম্পদ গ্রাস করতে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাস্তার পার্শ্বে গভীর গর্ত করে পুকুর খনন করছে। স্থানীয় লোকজন কাজে বাঁধা দিতে চাইলে ধনীউল্লাহ মাষ্টার ও তার দলবল রাজনৈতিক ক্ষমতার পরিচয় দিয়ে জোরপূর্বক পুকুর খনন করছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সম্প্রতি ধানখোলা ভায়া আড়পাড়া-চাঁদামারী রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ হয়। এই রাস্তাটি রক্ষনাবেক্ষনের জন্য রাস্তার পার্শ্বের ভাঙ্গা জায়গায় প্যালাসাইট দেয়া হয়। এসব প্যালাসাইট ফেলে দিয়ে ধনীউল্লাহ গং অবৈধভাবে রাস্তার পাড় কেটে গভীর পুকুর খনন করায় রাস্তাটি ঝুঁকির মধ্যে পড়েছে। ধনীউল্লাহ জানান, আমি রাস্তার বকচর রেখে আমার জমিতে পুকুর খনন করছি। আমার পুকুরের মাটি দিয়ে রাস্তার পাড় বেঁেধ দিচ্ছি। পুকুর খনন নিয়ে স্থানীয়রা জানান, রাস্তার পাড় কেটে পুকুর খনন করলে অচিরেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে। এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, সরকারী রাস্তা নষ্ট করে পুকুর খনন করা আইন বিরোধী। যদি রাস্তার পাড় না রেখে পুকুর খনন করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!