গাংনীতে সেই অন্ধের কার্ড কেটে দেওয়ায় ঘটনায় নিলু মেম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে টাকা না দেওয়ার হাসিনা খাতুন নামের এক অন্ধ মহিলার ভিজিডি’র কার্ড কেটে দেওয়ার ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: আতাউল গনী। সোমবার সকালে সাংবাদিকদের কাছে এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,টাকার জন্য একজন অন্ধ মানুষের কার্ড কেটে বড় ধরনের অন্যায় করেছে ধানখোলা ইউপি কসবা গ্রামের ৬ নং ওয়ার্ডের মেম্বর তৌহিদী হাসান নিলু। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য : কসবা গ্রামের মামুনুর রশিদের স্ত্রী অন্ধ হাসিনা খাতুনের দাবি ২ হাজার টাকা না দেওয়ায় তার চলমান ভিজিডি’র কার্ড কেটে দেয়েছে ধানখোলা ইউপি কসবা গ্রামের ৬ নং ওয়ার্ডের মেম্বর তৌহিদী হাসান নিলু। তবে কার্ড কেটে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেননা বলে জানিয়েছেন ইউপি সদস্য তৌহিদী হাসান নিলু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!