গাংনীতে ১৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

গাংনীতে কর্মহীন অসহায় দিনমজুর, স্বল্প আয়ের লোকজন বিশেষ করে কর্মহীন দুস্থ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে অর্থ্যাৎ ‘দিন আনে দিন খায়’এরকম মানুষদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলায় প্রায় দেড় হাজার অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চা’ল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ বোতল তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিরাপদ পানি পান করা, সামাজিক দুরত্ব মেনে চলতে অনুেরাধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময় গাংনী উপজেলা পরিষদ খাদ্য গুদাম থেকে চা’লসহ খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মেয়র আশরাফুল ইসলাম,জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি রাকিবুল ইসলাম গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জণ চক্রবর্তী, খাদ্য গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দ। অপরদিকে সংসদ সদস্য মো: সাহিদুজ্জান খোকক ব্যক্তিগত ভাবে রাইপুর ইউনিয়নে চাল বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!