গাংনীতে ৬ ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ৬ ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার মেহেরপুর আদালতে মশিউর হক ফাহিম নামের এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রæয়ারী হাসপাতালের ১ নং প্রবেশ পথে জনতাবদ্ধ হয়ে মামলার বাদী মশিউর হক ফাহিমকে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আঘাত করার অভিযোগে ছাত্রলীগ নেতা জীবন আকবর,সজল,মানিক,জনি,মাস্তাকিম ও রমজান আলীর বিরুদ্ধে দন্ড বিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭ ও ৫০৬ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মশিউর হক ফাহিম নিজেকে ছাত্রলীগ কর্মী দাবি করে বলেন,আমাকে খুন করার উদ্যোশে জখম করার অপরাধে ৬জনকে আসামীকে করে মামলা করেছি। আদালত মামলায় কি আদেশ দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নী। আসামীদের গ্রেফতার ও হামলার ইন্দন দাতাদের শাস্তির দাবি করেন। গাংনী শহর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব বলেন,মামলার বাদী বিএনপি জামায়াত পরিবারের সন্তান মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করেছে। ছাত্রলীগ নেতা ও মামলার আসামী জীবন আকবর বলেন, একটি পক্ষের ইন্দনে ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেন্টু বলেন,ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মামলার আসামীরা বিএনপি জামায়াতের কর্মীদের ভাড়া করে এনে ছাত্রলীগ নেতা মাজেদুল,সবুর সহ ৫জনকে মারধর করে রক্তাক্ত করেছে। অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি। গাংনী থানার ওসি মো:ওবাইদুর রহমান বলেন, মামলার কোন কাগজ তার হাতে আসেনি। মামলার কাগজ পেলে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একটি সূত্র জানিয়েছে, মশিউর হক ফাহিমের মামলা নং সিআর ৮৩/২০।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!