গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের অচলাবস্থা সাময়িক নিরসন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের অচলাবস্থা সাময়িক ভাবে নিরসন হয়েছে। রোববারের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছে ছাত্রছাত্রীরা। প্রত্যাহার করেছে ছাত্রছাত্রীদের কর্মসুচী। মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার বলেন, প্রধান শিক্ষক মু. আলম হোসাইনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের যে ক্ষোভ ও অভিযোগ ছিল তা আমি শুনেছি ব্যবস্থা নেয়া হবে। তাবে ছাত্রছাত্রীদের লেখাপাড়া ঠিক রাখার বিষয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারা আজেকের পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার যে পরীক্ষায় তারা অংশ গ্রহণ করেনি ওই বিষয়ের পরীক্ষা এই পরীক্ষার শেষে নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি লায়লা আরজুমান বানু বলেন, ছাত্রছাত্রীদের অভিযোগের বিষয়ে যাচাই করা হচ্ছে। উল্লেখ্য : পরীক্ষা ফিসসহ নানা অনিয়মের কারণে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রথম পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে সকল ছাত্রছাত্রী। এক পর্যায়ে রোববার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাত্রছাত্রী প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্যদ ও গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয় কক্ষে আলোচনা হয়। এ আলোচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!