গাংনীর কাজিপুর এলাকার সেই ব্যক্তি করোনা আক্রান্ত নয়–সিভিল সার্জন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর কাজিপুর এলাকার নওদাপড়া গ্রামের সেই ব্যক্তি করোনা সংক্রামনে আক্রান্ত নয় বলে নিশ্চিত করেছে মেহেরপুরের সিভিল সার্জন। বৃহস্পতিবার রাত ৯ টায় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) উদ্বৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।    মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন জানান, ফরিদপুর জেলা থেকে তার নিজ বাড়ি কাজিপুরের নওদাপাড়া গ্রামের এসে অবস্থান করছিল ঐ ব্যক্তি। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা সংক্রামণে সংক্রামিত হয়েছে বলে মৌখিক ভাবে জানায় ল্যাব কর্তৃপক্ষ। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় পুনরায় ঐ ব্যক্তির নমুনা রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর সেখান থেকে নিশ্চিত করা হয় ঐ ব্যক্তি করোনা সংক্রামনে সংক্রমিত নয়।    মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন আরো জানান,কাজিপুর এলাকার নওদাপাড়া গ্রামের ঐ ব্যক্তি যেহেতু বাইরের জেলা থেকে এসেছে তাই তাকে আসার দিন থেকে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিন শেষ হলেই তিনি স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবেন।    উল্লেখ্য : ২৮ এপ্রিল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সুলতানা জানিয়েছিলেন কাজিপুর এলাকার নওদাপাড়া গ্রামের ঐ ব্যক্তি করোনা সংক্রামিত হয়েছে। তবে ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নিশ্চিত করেন ঐ ব্যক্তি করেনায় আক্রান্ত নন। ফলে এখন পর্যন্ত গাংনী উপজেলা করোনা মুক্ত রয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!