গাংনীর ক্যান্সার রোগাক্রান্ত ৪ বছরের শিশু জীবন বাঁচতে চাই

কর্তৃক farukgangni

 

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর রামনগর গ্রামের চার বছরের ছোট শিশু জীবন আহমেদ দুরারোগ্য কান্সার রোগে আক্রান্ত হয়েছে। সম্প্রতি চোখে টিউমার থেকে ক্যান্সার রোগ সনাক্ত হয়। অভাব অনটনের সংসারে ছেলে ব্যায় বহল চিকিৎসা না করাতে পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জীবনের বাবা সোহেল রানা। জীবনের বাবা দিন মুজুর সোহেল রানা জানান,ডাক্তাররা জানিয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা হলে জীবন আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। ছেলের চিকিৎসা করাতে সামান্য কিছু সঞ্চয় ছিলো সেগুলোই শেষ হয়েছে। নিজের কোন জমিজমা না থাকায় পরের জমিতে কাজ ছেলের জন্য ওষধ কিনতেই টাকা শেষ হয়ে যায়। যা থাকে তা দিয়ে সংসার চলেনা। একারণে খাদ্য’র অভাবে কখনও অনাহারে কখনও অর্ধাহারে থাকতে হয়। তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। জীবনের মা আজমিরা খাতুন বলেন,প্রতিবেশি শিশুরা যখন বাড়ির পার্শে খেলাধুলা করে তখন জীবন তাদের দিকে তাকিয়ে থাকে। খেলতে না পারার কারণে কেঁদে কেঁদে আবার বাড়ি ফিরে আসে। নিজের কোন সহায় সম্বল নেই। কিছু সম্বল থাকলে বিক্রি করে সন্তানের চিকিৎসা করা করাতাম। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,জীবনের চিকিৎসার জন্য যতটুকু সম্ভব সরকারী ভাবে সহায়তা করা হবে। জীবনের চিকিৎসার জন্য কেউ সহায়তা করতে চাইলে তার বাবা সোহেল রানা (বিকাশ নং) ০১৭৪৪-২৫৫৯৪৩ যোগাযোগ করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!