গাংনীর গির্জাগুলোতে সাজ সাজ রব। শুরু হয়েছে বড়দিনের উৎসব

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর গীর্জায় গীর্জায় প্রার্থনা, গোসালায় উপস্থিতি, একে অপরকে মিষ্টিমুখ করানো, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিনিময় ও বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছাগ্রহনের মধ্যদিয়ে মেহেরপুরে বড়দিনের উৎসব শুরু হয়েছে। দিনটি উপলক্ষ্যে নিত্যানন্দনপুর,চৌগাছা,জুগিন্দা সহ খ্রিষ্টান পল্লীর গীর্জাগুলো ও তার আশপাশ সেজেছে বর্ণিল সাজে। বুধবার সকাল ৯ টায় গীর্জায় ঘন্টার আওয়াজের আগেই খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ভরে যায় প্রতিটি গীর্জা। জেলায় ১৮টি গীর্জায় ঈশ্বরের আশির্বাদ, দেশ ও জাতীর কল্যাণ কামনা সহ বিশেষ প্রার্থণার মধ্যে দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনির পক্ষ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বড়দিনের উৎসব দেখতে এবং আমন্ত্রণ গ্রহন করতে সব ধর্মের মানুষজন ভীড় করেছে সেখানে। খ্রীস্টান পল্লীর বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে গোশালা, ঘরে ঘরে তোলা হয়েছে স্টার। ক্রিসমাসট্রিতে করা হয়েছে আলোকসজ্জ্বা। পুরো এলাকা জুড়ে বসেছে হরেক রকমের পসরার মেলা। নানা আয়োজন ও আনুষ্ঠান রয়েছে বড়দিন উৎসব ঘিরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!