গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ বাণিজ্য’র অভিযোগ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে প্রশংসা পত্র উত্তোলনে শিক্ষার্থীদের নিকট থেকে ৪ শ’ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতিটা প্রশংসা পত্র নিতে ৪ শ’ টাকা করে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।  বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় ৫৬ জন পাশ করে। শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য বিদ্যালয়ে তাদের পাশের প্রশংসা পত্র নিতে আসলে প্রধান শিক্ষক জাকির হোসেন বিদ্যালয় উন্নয়নের নামে জন প্রতি ৪ শ’ টাকা করে পকেট ফিস বাবদ উত্তোলনে বাধ্য করে। ৪শ’ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের প্রশংসাপত্র দেয়া হবে না বলে ফিরিয়ে দেয়।  প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে অতিরিক্ত ফিস নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, এটা এমন কিছু না। উন্নয়নের জন্য এভাবে এর আগেও টাকা পয়সা নেয়া হয়েছে। সব স্কুলেই নিয়ে থাকে। ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এব্যাপারে কোন রেজুলেশন করা হয় না। সব কিছু লেখাপড়া করে হয় না।এছাড়াও বিদ্যালয়ে কোন রকম কোচিং করানোর নিয়ম না থাকলেও প্রধান শিক্ষক জাকির হোসেনের ইন্ধনে আইন অমান্য করে প্রতিনিয়ত কোচিং বাণিজ্য চলছে।  চেংগাড়া গ্রামের একজন অভিভাবক মিন্টু জানান, এলাকার মানুষ একেবারেই গরীব। এমনিতেই কলেজে ভর্তি করাতেই হিম সিম খাচ্ছে। উপরন্তু পকেট ফিসের নামে অতিরিক্ত টাকা দেয়া অনেকের পক্ষে সম্ভব না। এনিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার জানান, প্রশংসা পত্র নিতে নামমাত্র টাকা পয়সা নেয়া হয়। তবে সেটা ৪শ’ টাকা করে নিতে পারেন না। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল জানান, ছাত্র ছাত্রীরা বা অভিভাবকদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং একজন সিনিয়র শিক্ষক বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন নানা অযুহাতে প্রায়শঃ স্কুলে উপস্থিত থাকেন না। নিজের খেয়াল খুশীমত বিদ্যালয়ের খাতাপত্র রক্ষণাবেক্ষণ করে থাকেন। স্কুলের হিসাব নিকাশ তিনি কাউকে দেন না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!