গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে উভয় পক্ষের এজাহার দায়ের করলে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় দুপক্ষের কেউ আটক হয়নী। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম টুটুল ও হাফিজুর রহমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে উভয় পক্ষ। হাফিজুর রহমান গ্রæপের ওমের আলীর ছেলে ইসলাম আলী বাদী হয়ে আমানুর রহমান সহ ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  মামলা নং ০১। তাং ০১-০৩-২০২০ ইং। অপরদিকে রকিবুল ইসলাম টুটুল নিজে বাদী হয়ে হাফিজুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ০২। তাং ০১-০৩-২০২০ ইং। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। উল্লেখ্য : শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাহারবাটি বাজাওে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!