গাংনী আনসার-ভিডিপি কার্যালয়ের সংস্কারের কাজের অনিয়মের তদন্ত প্রতিবেদন ফাইলবন্দী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সংস্কারের কাজের অনিয়ম দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন ৬ মাসেও আলোর মুখ দেখেনি। অনিয়ম দূর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৬ মাস পূর্বে সেই তদন্ত প্রতিবেদন জমা দিলেও আজও আলোর মুখ দেখেনি। আনসার-ভিডিপির জেলা এ্যাডজুটেন্ট (কুষ্টিয়া অঞ্চল) তরফদার আলমগীর হোসেন জানান, আমার মনে হয়েছে, উক্ত ৩ কক্ষ বিশিষ্ট টিনসেডের ঘরটি সংস্কার করতে ১৪ লক্ষ টাকার কোন প্রয়োজন ছিল না। যে কাজ করা হয়েছে সেটুকু ৫ লক্ষ টাকায় নির্মাণ করা সম্ভব। এর মধ্যে ভ্যাট-ট্যাক্স বাদ দিলেও টিনসেডের ঘর করা দুঃসাধ্য ছিল না। উল্লেখ্য,গাংনী উপজেলা আনসার-ভিডিপির আধাপাকা কার্যালয়ের সংস্কার ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ১১ হাজার ৮শ’ ৯০ টাকা। এনিয়ে তদন্ত কমিটির আহবায়ক সাবেক উপজেলা প্রকৌশলী সেলিম চেীধুরী জানান, অনিয়মের সত্যতা মিলেছে। তদন্ত রিপোর্ট ইউএনও বরাবর দাখিল করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, আমি বিষয়টি সম্প্রতি অবগত হয়েছি। তদন্ত প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!