গাংনী সনো ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী সনো ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার জানান, লাইসেন্স না থাকা সহ কয়েকটি কারনে গাংনী সনো ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এসময় গাংনী সনো ডায়াগনষ্টিক সেন্টারের মালিক বিজয়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে। তিনি আরো জানান, গাংনী সনো ডায়াগনষ্টিক সেন্টার যতদিন না পর্যন্ত লাইসেন্স না পাবে ততদিন সিলগালা অবস্থায় থাকবে। উল্লেখ্য : অনুমতি ছাড়াই গাংনী হাসপাতাল বাজার সোনালী ব্যাংকের নীচে সনো ডায়াগনষ্টিক সেন্টার চালু করেছিলো ডিগ্রী কলেজ পাড়া ঔষধ ব্যবসায়ী মন্টু’র ছেলে বিজয়। বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসায় ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!