ঢাকঢোল পিটিয়ে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনার বর্ষপূতি পালনের পরেই বাল্য বিয়ে। কিছুতেই থামছেনা বাল্যবিয়ে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ঢাকঢোল পিটিয়ে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা বর্ষপূতি পালন করার কয়েকদিনের মাথায় মেহেরপুরের গাংনীতে মাত্র ১৩ বছরের এক মেয়ের বাল্য বিয়ে হলো ঘটা করে। প্রশাসনকে জানিয়ে কোন প্রতিকার না পেয়ে না বর্ষপূতি পালনের নানা সমালোচনা করেছে স্থানীয়রা। রবিবার বিকালে মটমুড়া ইউনিয়নের চরগোয়ার গ্রামের পাইকপাড়া এলাকার পিয়ার আলীর মেয়ে পিংকী খাতুন (১৩) এর সাথে বামুন্দী ইউপির বালিয়াঘাট ফুটুনি বাজার এলাকার ওয়াজেল আলীর ছেলে ইয়াজুল ইসলামের সাথে বিয়ে হয়। স্থানীয়রা জানান,চরগোয়ালগ্রাম রিফুজি পাড়ার ওমর আলী নামের এক কথিত কাজি মোটা অংকের টাকার বিনিময়ে এ বাল্য বিয়ে পড়ান। প্রায় প্রতিনিয়ত ওমর আলী গোপনে বাল্য বিয়ে পড়িয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। কথিত কাজি ওমর আলীর কাছে বাল্য পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে মোবাইল ফোনের বন্ধ করে দেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাল্য বিয়ে যাতে না হয় এজন্য প্রতিনিধি পাঠানো হয়েছিলো। পরে বিয়ে হয়েছে কিনা জানিনা। এ বিষয়ে ছেলে কিংবা মেয়ের পরিবার কোন কথা বলতে রাজি হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!