ঢাকায় ধর্মঘটে থাকা গাংনী পৌরকর্মীদের খোঁজ খবর নিলেন গাংনী পৌর মেয়র

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সরকারী কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধার দাবিতে আন্দোলনে থাকা গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন তিনি। তিনি বলেন প্রখর রৌদে পুড়ে আর পানিতে ভিজে অনাহারে অর্ধাহারে থেকে ন্যায্য দাবি করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। তাই তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গাংনী শাখার নেতৃবৃন্দ বলেন,আমাদের ৩জন সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শোককে শক্তিতে পরিনত করে দাবি আদায় করেই কর্মস্থলে ফিরবেন তারা। সূত্রে জানা গেছে,গাংনী সহ ৩২৮টি পৌরসভায় আট দিন ধরে দাপ্তরিক সকল সেবা বন্ধ রয়েছে। ধর্মঘটে চরম ভোগান্তি পড়েছে সেবা প্রার্থীরা। দিনের পর দিন ঘুরেও পৌর কার্যালয়ে তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন ভুক্তভুগীরা। এতে চরম দূর্ভোগে পড়েছে পৌর এলাকার বাসিন্দারা। টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকায় সেবাগ্রহীতারা পৌরসভায় এসে ফিরে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!