দুর্যোগেও চলছে ঋণ আদায়

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

করোনা ভাইরাসের কারনে সরকার ঋণ আদায় বন্ধ ঘোষনা করলেও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের ঋণ আদায় করছে ব্যাংক গুলো। দুর্যোগ মুহুর্তে সরকারী নির্দেশনা না মেনে ঋণ আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভুগীরা। দপ্তরী কাম প্রহরী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সোহেল রানা জানান,বৃহস্পতিবার গাংনী সোনালী ব্যাংক বাজার শাখায় বেতন ভাতা উত্তোলন করতে গেলে কিস্তির টাকা কেটে নেয়। তিনি আরো বলেন যেসব দপ্তরী কাম প্রহরীদের ১ লাখ টাকা ঋণ তাদের ২ হাজার ৮শ’২০ টাকা আর ২ লাখ টাকা যাদের ঋণ আছে তাদের ৪ হাজার ৫ শ’৬০ টাকা কর্তন করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে দপ্তরী কাম প্রহরীদের মধ্যে। ঢাকা বিভাগের সভাপতি ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দপ্তরী কাম প্রহরী সাদিয়াত হোসেন বলেন,তাদের জেলার দপ্তরী কাম প্রহরীদের ঋণের কিস্তির টাকা কেটে নেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দপ্তরী কাম প্রহরী জানান, করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনা মেনে পরিবারের সদস্যদের কাজকর্ম ঘরের বাইরে যাওয়া বন্ধ রেখেছে। বেতনের ১৫ হাজার টাকাই শেষ ভরসা। ১৫ হাজার টাকা দিয়ে ৫ সদস্য’র সংসার চালানো কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এর মধ্যে আবার ঋণের কিস্তির টাকা আদায় করা হচ্ছে। মানবিক কারনে ঋনের কিস্তি আদায় বন্ধ করতে অনুরোধ জানান তারা।  গাংনী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো: হাসেম উদ্দীন বলেন, ঋণ আদায় বন্ধের কোন নির্দেশনা আসেনি। একারনে ঋণ আদায় চলমান আছে। ঋণ আদায় বন্দের কোন নির্দেশনা আসলে ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!