দেশের সর্বনিম্ন তাপমাত্রা গাংনীতে । শীতবস্ত্রের জন্য হাহাকার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলার সর্বত্রই বইছে শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন হঠাৎ করেই তাপমাত্রা নেমে যাওয়া বিপাকে পড়েছে শ্রমজীবি সহ সকল শ্রেনী পেশার মানুষ। গত দুই দিন মেহেরপুর জেলার তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, মেহেরপুর জেলায় গত দুদিনে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে জনজীবনে শীতের বিরূপ প্রভাব পড়েছে। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ায় প্রচন্ড শীত জেঁকে বসে। স্থানীয় জানান,তীব্র শীতের কারণে সন্ধ্যার পরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। কমে যায় মানুষের চলাচল। সকালের দিকে শিতের তীব্রতা বাড়তে থাকায় খেটে খাওয়া মানুষ ও শ্রমিকরা অন্যদিনের মতো কাজে যেতে পরছেন না। কিছু মানুষ কাজের সন্ধানে বের হয়েছিলেন তাদের কষ্টের সীমা ছিল না। শীত নিবারণে গরম পোশাকের পাশাপাশি আগুন পোহাতে দেখা গেছে জেলার বিভিন্ন স্থানে। গাংনী বাজারের পুরানো কাপড়ের মার্কেট ঘুরে দেখা গেছে,পুরানো কাপড় কিনতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষরা। এছাড়া অসহায় ও ছিন্নমুল মানুষ গুলো ধনীদের দারে দারে শীতের কাপড় সংগ্রহের চেষ্টা করছে। এদিকে সরকারী বা বে সরকারী ভাবে শীত নিবারনের জন্য কম্বল বিতরন তেমন ভাবে শুরু না হওয়ায় শীত বস্ত্র নাপেয়ে চরম বিপাকে পড়েছে ছিন্নমুল ও অসহায় মানুষ গুলো। দ্রত সময়ের মধ্যে পর্যান্ত কম্বল বিতরনের দাবি করেছেন তারা। মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীত বস্ত্র বিতরন চলছে। চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল। কম্বল বরাদ্দ পেলে আবারো বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!