দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদকের নামে মামলা প্রত্যাহারের দাবি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম ঃ

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নামে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় মেহেরপুরের গাংনীতে নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি করেছে সাংবাদিকরা। সম্প্রতি যুব-মহিলালীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার সংক্রান্ত ঘটনায় সংবাদ প্রকাশ করায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নামে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম,সাধারণ সম্পাদক জুলফিকার আলী কানন,গাংনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি হারুন-অর-রশীদ রবি,সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম সাজু,সাংবাদিক আলীমুজ্জামান,লিটন মাহমুদ,জাহিদ আহমেদ,মিনারুল ইসলাম,পাঠক জমিনের গাংনী উপজেলা সভাপতি এনামুল হক মাস্টারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!