প্রতিক পেলেন মজিরুল ইসলাম তালা ও রাহিবুল ইসলাম টিউবয়েল। প্রচার প্রচারনা শুরু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলা পরিষদের গাংনী পৌরসভা ও রাইপুর ইউপি ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার রবিবার সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, মো: মজিরুল ইসলাম তালা ও রাহিবুল ইসলাম টিউবয়েল মার্কা প্রতিক বরাদ্দ পেয়েছেন। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে প্রচার প্রচারনা চালাতে পারবেন বলে জানান তিনি। উল্লেখ্য : মেহেরপুর জেলা পরিষদের গাংনী পৌরসভা ও রাইপুর ইউপি ওয়ার্ডের সদস্য পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আগামি,২৫ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা : ২৮ জন। এর মধ্যে ১জন উপজেলা চেয়ারম্যান,১ জন মেয়র,১জন মহিলা ভাইস চেয়ারম্যান,১জন চেয়ারম্যান,১২জন কাউন্সিলর,১২ ইউপি সদস্য রয়েছে। উল্লেখ্য: জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য মজিরুল ইসলাম গত মার্চ মাসে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে পদত্যাগ করেছিলেন। একারণে পদটি শুন্যে হয়। গত ৩০জুন রবিবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষনা করে। নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তফসিল ঘোষনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!