বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে নেয়া টাকা ফেরত দিলেন ষোলটাকা ইউপি সদস্য আলী হোসেন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে নেয়া সেই দিন মুজুর মুছাব আলীর টাকা ফেরত দিয়েছে গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন। মঙ্গলবার দুপুরে মুছাব আলীর বাড়িতে গিয়ে ১৪শ’ টাকা ফেরত দেন। এর আগে টাকা ফেরত দিতে ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,বানিয়াপুকুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে মুছাব আলী ষোলটাকা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আলী হোসেনের বিরুদ্ধে বয়স্ক ভাতা দেওয়ার নামে টাকা নিয়েছে মর্মে লিখিত আবেদন করছেন। আবেদনের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করার জন্য একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আলমগীর হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রধান একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আলমগীর হোসেন জানান,তদন্তের দায়িত্ব পাওয়ার পর সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। আমার উপস্থিতিতে ইউপি সদস্য আলী হোসেন ১৪ শ’টাকা ফেরত দিয়েছে ভুক্তভুগী মুছাব আলীকে। এবিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দেয়া হবে। ইউপি সদস্য আলী হোসেন বলেন,মুছাব আলীর কাছ থেকে আমি টাকা নিইনি তবুও সকলে বলার পর গরিব মানুষ ভেবে কিছু টাকা দিয়েছি। অভিযোগকারী মুছাব আলী জানান, মেম্বর আলী হোসেন বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে ৩ হাজার টাকা উৎকোচ দাবি করে। প্রথমে তাকে ১৪শ’ টাকা দিলেও বাকী ১৬শ টাকা না দেওয়ায় কার্ড করে দেইনি। বাধ্য হয়ে বানিয়াপুকুর গ্রামের আওয়ামীলীগ কর্মী কদম আলীকে সাথে নিয়ে গত ১৫ ডিসেম্বর রবিবার গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। এরপর মঙ্গলবার একজন অফিসার ঘটনা তদন্ত করতে আসলে তার সাথে ইউপি সদস্য আলী হোসেনও আমার বাড়িতে আসে। পরে ১৪শ’ টাকা ফেরত দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!