মাদক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন যমুনা টিভির সাংবাদিক গাংনীর নাজমুল সাঈদ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল সাঈদ। শনিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে তার হাতে ক্রেষ্ট, সনদ ও আর্থিক সম্মানার চেক তুলে দেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত মাদক বিরোধী ও সচেতনতামূলক রিপোর্ট আহ্বান করে ঢাকা আহ্ছানিয়া মিশন। এর মধ্যে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল সাঈদের দুটি বিষয়ের উপর মোট ছয়টি প্রতিবেদন বিচারকদের নজরকাড়ে এবং তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন। প্রতিক্রিয়ায় নাজমুল সাঈদ বলেন, মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের বড় ধরণের ভূমিকা রয়েছে। তারই ধারাবাহিকতায় এসব মাদকবিরোধী প্রতিবেদন করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরণের প্রতিবেদন আরও করা হবে বলে জানান তিনি। নাজমুল সাঈদ মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সন্তান। তার প্রাপ্তিতে গাংনীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!