মার্শাল আর্টে স্বর্ণ পদক পেলেন গাংনীর গাড়াবাড়িয়ার হুসাইন কবির

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ভারতে অনুষ্ঠিত ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক বিজয়ী হয়েছেন মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান হুসাইন কবির। গত ৭ ডিসেম্বরে হাবিব মিক্সড মার্শাল আর্ট একাডেমি থেকে ভারতের কলকাতার সাইন্স সিটিতে অনুষ্ঠিত ওপেন এশিয়া এমেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৭ জন ফাইটার অংশ গ্রহন করেন। হুসাইন কবির সহ স্বর্নপদক পদক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আবু রায়হান,সুফিয়ান আলম,আমরানুল ইসলাম ফয়সাল,জাসপার লাল খামসাং। এছাড়া রৌপ্য পদক পেয়েছেন আব্দুল আলী ইমরান ও সাজিদ হোসেন। স্বর্ণপদক বিজয়ী হুসাইন কবির বলেন,বাংলাদেশ ফাইট টিম আশা করছে উন্নতির ধারা অব্যাহত রাখতে এবং ট্রেনিং ও ক্যাম্পিং এর মান আরো বাড়ানোর জন্যে স্পন্সরদের সহযোগিতা আশা করছেন তারা। কোলকতায় খেলোয়ার সাথে ছিলেন প্রশিক্ষক রাজন হালদার লিটন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!