মেহেরপুরে ৬ হাজার পরিবারের খাদ্য সামগ্রী বরাদ্দ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলার বীরমুক্তিযোদ্ধা,অটো ও ভ্যান চালক,অসহায় দরিদ্র ৬ হাজার মানুষের জন্য চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী ভাবে এ বরাদ্দ দেয়া হয়েছে। মেহেরপুরের জেলা প্রশ্সাক মো: আতাউল গনী বলেন,মেহেরপুর সদর উপজেলার ১ হাজার অসহায়,১৫শ’ অটো ও ভ্যান চালক ছাড়াও ১শ’৫০জন বীরমুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এছাড়া গাংনী উপজেলায় ১ হাজার অসহায়,১ হাজার অটো ও ভ্যান চালক ও ১৫০ জন বীরমুক্তিযোদ্ধার জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে মুজিবনগর উপজেলায় ৫শ’ অসহায়,৮শ’ভ্যান ও অটো চালক ছাড়াও ৭৫জন বীরমক্তিয্দ্ধোার জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে।  মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,অসহায় মানুষ গুলোর জন্য ১০ কেজি চাল,আলু কেজি,ডাল ৫শ’গ্রাম ও ভোজ্যতেল হাফ লিটার দেয়া হবে। এছাড়া বীরমুক্তিযোদ্ধা ও অটোও ভ্যান চালকেদের ১৫ কেজি করে চাউল দেয়া হবে। সরকারের কাছে প্রচুর পরিমান খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। এছাড়া খোলা বাজারে ১০টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হচ্ছে। এর পাশাপাশি টিসিবির মাধ্যমেও ভোগ্যপন্য সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!