মেহেরপুর জেলার অবৈধ যানবাহন তৈরির কারখানা বন্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলার অর্ধশতাধিক অবৈধ যানবাহন তৈরির কারখানা বন্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ১৫ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর অবৈধ যানবাহন তৈরি কারখানা চলমান রাখা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে সড়ক ও আঞ্চলিক মহাসড়ক থেকে অবৈধযান বন্ধে অভিযান শুরু হয়েছে। ট্রাফিক পুলিশ,থানা ও পুলিশ ক্যাম্প গুলোকে এ অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বেশ কিছু তালিকা ভুক্ত অবৈধ যানবাহন তৈরির কারখানা বন্ধে মালিকদের ১৫ দিনের সময় দেয়া হয়েছিলো। সে সময় পার হয়েছে। জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষ ভ্রাম্যমান আদালত চালিয়ে এসব অবৈধ যানবাহন তৈরি কারখানা বন্ধ করে দেয়া হবে। এরপাশাপাশি কারখানা মালিকদের বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হবে। অবৈধ যান বন্ধে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।  স্থানীয়দের দাবি, জেলায় অর্ধশতাধিকেরও বেশি অবৈধ নসিমন-করিমন তৈরির কারখানা আছে। গত কয়েক যুগ ধরে এসব কারখানায় অবৈধ ফিনটেস বিহীন যানবাহন তৈরি করছিল মালিকরা। সড়ক মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। অবৈধ যানবাহন তৈরি করে অনেকেই কোটি টাকার মালিক বনে গেছেন। এদিকে নসিমন করিমন ও অবৈধ যানবাহন তৈরির কারখানা বন্ধের উদ্যোগ নেয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাস,ট্রাক মালিক, ড্রাইভার পথচারী সহ বিভিন্ন মহল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!