মেহেরপুর সনোল্যাবের বিরুদ্ধে রক্তের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম,(ফারুক আহমেদ) :

মেহেরপুর কাঞ্চন মালা (২২) নামের এক রুগীর রক্তের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে সনোল্যাবের বিরুদ্ধে। বুধবার মেহেরপুর শহরের অন্য দুটি প্যাথলজিতে রক্তের পরীক্ষা করতে গেলে ভুলের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সনোল্যাবের দায়িত্বে অবহেলা ও ভুল রিপোর্ট প্রদানের জন্য শাস্তি দাবি করেছে ভুক্তভুগী পরিবার। কাঞ্চন মালা গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃস্ণ পুর ধলার রানার স্ত্রী।   কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজিবুল হক মানিক জানান, গত ১২ মার্চ মেহেরপুর শহরের হাসপাতাল এলাকার সনোল্যাবে আমার বন্ধু রানার স্ত্রী কাঞ্চনমালার রক্তের গ্রæপ নির্নয় করা হয়। সেখানে নিলিম চদ্র দাস নামের এক মেডিকেল টেকনোলজির স্বাক্ষরিত রক্তের গ্রæপ বি পজেটিভ বলে রিপোর্ট প্রদান করে। বুধবার রানার স্ত্রী কাঞ্চনমালার সিজারিয়ান অপারেশনের জন্য মেহেরপুর এ্যাপোলো ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের জন্য সেখানে রক্ত সংগ্রহ করতে বলেন তারা। পরে আমার রক্তের সাথে মিল থাকায় আমার শরীর থেকে বি পজেটিভ রক্ত একটি ব্যাগে রাখা হয়। পরে কাঞ্চনমালা ও আমার রক্তের গ্রæপ ও ক্রস ম্যাসিং করতে গেলে রক্তের গ্রæপ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এরপরপরই মেহেরপুর জেনারেল হাসপাতাল, রাবেয়া মেডিকেল সার্ভিসেস ও প্রাইম ল্যাবে কাঞ্চনমালার রক্ত পরীক্ষা করা হয়। সেখানে তার রক্ত এ বি পজেটিভ বলে রিপোর্ট প্রদান করে।   কাঞ্চনমালার স্ত্রী রানা জানান,ভুলক্রমে বি পজেটিভ রক্ত যদি আমার স্ত্রীর শরীরের দেয়া হতো নিশ্চিত দূর্ঘটনা ঘটতো। যেহেতু সনোল্যাব কর্তৃপক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে অবিলম্বে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় তিনি সনোল্যাব কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও মামলা করবেন বলেও জানান। তিনি আরো বলেন,মেহেরপুর সিভিল সার্জনকে এ বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ দেয়া হয়েছে।   স্থানীয়রা জানান, অদক্ষ মেডিকেল টেকনোলজি ও কর্তৃপক্ষের অবহেলার কারনে এ ধরনের ভুল রিপোর্টে প্রদান করা হয়েছে। ইতোপূর্বে সনোল্যাবে এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নো নেওয়ায় পুনরায় এ ধরনের ঘটনা ঘটেইে চলেছে। সনোল্যাবের মেডিকেল টেকনোলজির টেলিফোন নম্বরে এ বিষয়ে কথা বলতে চাইলে কল দেয়া হলে মেডিকেল টেনোলজি নিলিম চদ্র দাস পরিচয় দিয়ে তিনি জানান,রিপোর্টটি ভুল হয়েছে আমরা ব্যক্তিগত ভাবে রুগীর স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সনোল্যাবের মালিক ডা:সপপু আগরওয়ালার সাথে কথা বলার জন্য মোবাইল নম্বর চাইলে মেডিকেল টেনোলজি নিলিম চদ্র বলেন,স্যার করোনা সংক্রমনের কারনে রুগী দেখা বন্ধ রেখেছে তাই মোবাইল ফোনটিও বন্ধ একারনে কথা বলা সম্ভব হয়। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন বলেন,এ বিষয়ে রুগীর স্বজনরা মোখিক ভাবে অভিযোগ করেছে। রুগীর স্বজনদের রক্ত পরীক্ষার কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যদি ভুল রিপোর্ট প্রদান করেছে বলে প্রমানিত হয় তাহলে সনোল্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!