শাসন করতে আসিনি, আমি আপনাদের সন্তানের মত…মাদক সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সভায় পুলিশ সুপার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সীমান্তবর্তীগ্রাম কাজীপুর ডিগ্রী কলেজ মাঠে গাংনী থানার আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। গাংনী থানার অফিসার ইন চার্জ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সার্কেল), মেহেরপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,জেলা পরিষদের সদস্য মনছুর প্রমুখ।  বক্তারা বলেন,কাজীপুর গ্রাম এক সময় মাদকের আস্তানা ছিল। বর্তমানে পরিস্থিতি অনেকখানি ভাল।মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। মাদক , সন্ত্রাস ও জঙ্গী বাদ নির্মূলে এলাকার সকলের সহযোগিতা কামনা করা হয়। পুলিশ সুপার বলেন, আমি আপনাদের শাসন করতে আসিনি। আমিও আপনাদের সন্তানের মত, ভাইয়ের মত। পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবারের শান্তি শৃংখলা হারিয়ে যায়। আমরা একসাথে উন্নত বাংলাদেশ গড়ে তুলি। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজীপুর ইউপি আ.লীগের সভাপতি আবু নাতেক, কাজীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত আলী, ইউনিয়ন পুলিশিং কমিটির সেক্রেটারী আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে স্কুলের ছাত্রীরা ফুলেল সংবর্ধনা প্রদান করে। পরে মঞ্চে আবারও প্রধান অতিথি সহ সকল অতিথিদের পুষ্পস্তবক উপহার দেয়া হয়।অনুষ্ঠানের প্রথমেই অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন,অবসরপ্রাপ্ত শিক্ষক কেতাব আলী (বিএসসি)। অনুষ্ঠানে কাজীপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা থেকে নানা শ্রেণি পেশার হাজার হাজার লোকজন সভাস্থলে উপস্থিত ছিলেন্।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!