সরকারী নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে গাংনীতে ওয়ার্কার্স পার্টি’র মানববন্ধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সরকারী নির্ধারিত মূল্যে ধান ক্রয়, কৃষিঋণ মওকুফ বিনা সুদে মৌসুমি ঋণ প্রদানের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। রবিবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। এসময় ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান করে। মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ এবারে রেকর্ড মাত্রায় বোরো ধান উৎপাদিত হয়েছে এই সময়ে ধান উৎপাদন করতে কৃষকের সর্বোচ্চ বিনিযোগ করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কৃষকেরা উদয় অস্ত পরিশ্রম করে আমাদের আহার জোগাচ্ছে অথচ তারা ধানের ন্যায্য মূল্যে থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য অবিলম্বে এই মেহেরপুর জেলায় জরুরী ভিত্তিতে ইউনিয়নে ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালু করে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। ধানের বাজার থেকে মধ্যস্বত্বভোগী কে বিতাড়িত করে স্বতঃস্ফূর্ত উদ্যোগ এই অঞ্চলের চাষীদের কে রক্ষা করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!