সাদা মনের মানুষ শাহাবুদ্দিন আর নেই। ওপারে ভালো থেকো ভাই

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সবার প্রিয় হাস্যজ্জল সাদা মনের মানুষ আমাদের শাহাবুদ্দিন ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। রোববার বিকেল সাড়ে চারটার দিকে গাংনীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত সে একজন আওয়ামীলীগের নিবেদিত কর্মী। তার স্ত্রী ফারহানা ইয়াসমিন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এছাড়া শাহাবুদ্দিন আহমেদ করমদি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মীয় প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। প্রিয় শাহাবুদ্দিন আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই বলেছেন সেই ছোটকালে করমদি গ্রাম থেকে গাংনী এসে বিভিন্ন ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন। পড়ালেখার পাশাপাশি টিউশনি করে জীবন জীবিকা নির্বাহ করত। সকল শ্রেনী পেশার মানুষের সাথে ছিলো তার নিবিড় সম্পর্ক । সদা হাস্য উজ্জল মানুষটি দীর্ঘ জীবন চড়াই-উৎরাই পার করে শেষ পর্যন্ত মা ভাই বোন স্ত্রী সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুতে গাংনী রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে শোকাহত গাংনী নিউজ পরিবার।  তার ১ম জানাজার নামাজ গাংনীতে অনুষ্ঠিত হয়। ২য় জানাজার নামাজ শেষে সোমবার করমদি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুই সবার জীবনের শেষ ঠিকানা|এদিকে সাহাবুদ্দীনের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে ছুটে যান সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!