সুদের টাকা দিতে না পারায় গাংনীতে হামলা,ঘরবাড়ি ও দোকান ভাংচুর

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সুদের টাকা দিতে না পারায় মেহেরপুরের গাংনীতে দরিদ্র পরিবারের উপর হামলা,ঘরবাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় মা ও ছেলে আহত হয়েছে। উপজেলার মোহাম্মদপুর গ্রামে বুধ ও বৃহস্পতিবার দু দফায় হামলা করে ঐ গ্রামের বাবর আলীর আলীর ছেলে কুরবান আলী ও কামাল হোসেন। আহতরা হলেন,মোহাম্মদপুর বাজার পাড়ার মফেজ উদ্দীনের ছেলে মশিউর রহমান ও তার মা সাহেরা খাতুন। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মশিউর রহমান জানান,দারিদ্রতার কারনে ব্যবসা বানিজ্য করার জন্য তার ছেলে শিমুল হোসেন প্রতিবেশি কুরবান আলীর কাছ থেকে কিছুদিন আগে সুদের উপর ৫০ হাজার টাকা নেয় হয়। নেওয়ার পর ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও এখন ১ লক্ষ ২২ হাজার টাকা দাবি করছে কুরবান আলী। আমরা আরো ৫০ হাজার টাকা দিতে চাইলে সে নিতে রাজি হয়নী। পরে কুরবান আলী সহ তার ক্যাডার বাহিনী আমাদের বাড়িতে হামলা করে। এসময় আমাকে ও আমার মাকে বেধড়ক মারপিট করে বাড়ি ও দোকান ভাংচুর করে। বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। হাসপাতাল ছেড়ে বাড়িতে গেলে আবারো হামলা করা হবে বিভিন্ন ভাবে হুমকী ধামকি দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান,সুদকারবারী কুরবান আলীর কারণে অনেকই নিঃশ হয়েছেন। চড়ামূল্যে সুদ লেনদেনের কারণে ইতো পূর্বে অনেক ঘটনাই ঘটেছে। তবে সুদকারবারী কুরবান আলী বলেন,শিমুল হোসেন আমাকে প্রতিদিন ২শ’টাকা লাভ দেওয়ার শর্তে তাকে কিছু টাকা দেয়া হয়। তবে বিষয়টি ৭০ হাজার টাকায় মিমাংশা করা হয়। আমি সুদ হিসেবে কোন টাকা লেনদেন করিনি। টাকা না দেওয়ার কারণে তারাই আমাকে মারধর করেছে। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান,এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নী। তবে মশিউর রহমান ও তার মা সাহেরা খাতুন আহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যপারে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কুরবান আলীর সুদকারবারীর বিষয়টি তিনি শুনেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!