সেবা দেয়া পুলিশের দায়িত্ব কেউ টাকা দেবেন না—এসপি মুরাদ আলী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

পুলিশ ভেরিভিকেশন জিডি পুলিশ ক্লিয়ারেন্সে কোন পুলিশ টাকা নিলে আমাকে জানাবেন সেই পুলিশের শাস্তি হবেই। আর যদি শাস্তি দিতে না পারি থাকলে মেহেরপুর জেলা থেকে চলে যাবো বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। শনিবার বিকাল ৪ টায় গাংনী থানা পুলিশিং কমিটির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমরা লুঙ্গিপড়া মানুষের দেয়া বেতন নিয়ে চাকুরী করি। তাই আমার দরজা তাদের জন্য সব সময় খোলা রয়েছে। পুলিশের সেবা পেতে যদি কেউ হয়রানী হয়ে থাকেন তাহলে আমাকে অবগত করবেন আমি অব্যশ্যই ব্যবস্থা নেবো। ১১শ’ জনেরও বেশি মানুষের জন্য একজন পুলিশ রয়েছে। তাই জনগন পুলিশ কাধে কাধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব অন্যায় দুর হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ওবাইদুর রহমান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এসময় গাংনী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা,সাধারন সম্পাদক মোশাররফ হোসেন ও পৌর মেয়র আশরাফুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম,বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি,গাংনী উপজেলা সেচ্ছাবেকলীগের আহবায়ক আবুল বাশার,পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,মিজানুর রহমান,ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই আব্দুল হান্নান। এবারের প্রতিপাদ্য ছিলো পুলিশের সাথে কাজ করি,মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!