১ মামলায় দূর্ভোগে গাংনীর লক্ষাধিক মানুষ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম (ফারুক আহমেদ) :

একটি মামলার কারণে মেহেরপুরের গাংনীর তিনটা গুরুত্বপূর্ন সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে কয়েক বছর। সড়ক গুলো চলাচলে অনুপযোগী হওয়ার কারনে লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে পড়েছে। মামলাটি নিস্পত্তি করে দ্রত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি করেছে ভুক্তভুগীরা। ঠিকাদারের মামলার কারনে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-কাজিপুর,কাজিপুর নওদাপাড়া,আকুবপুর মোহাম্মদপুর হয়ে গোয়াল গ্রাম পর্যন্ত এই সড়কটি ঠিকাদারের মামলার কারনে দীর্ঘ কয়েক বছর সংস্কার কাজ বন্ধ রয়েছে। একযুগেরও বেশি সময় আগে সংস্কার হলেও বর্তমানে ঐ সড়ক গুলো দিয়ে চলাচল কষ্ট সাধ্য হয়েছে পড়েছে। ঐ সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত নানা দূর্ঘটনা ঘটছে। তিনটি রাস্তায় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক গুলো খানাখন্দে পরিনত হওয়ায় প্রতিনিয়ত বাস ট্রাক ইজিবাইক মটরসাইকেল উল্টে পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহন বিকল হয়ে পড়ছে। গাংনী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানা গেছে, ১ বছর পূর্বে বামুন্দী কাজিপুর সড়ক ১ কোটি ৫ লক্ষ,মোহাম্মদপুর-গোয়াল গ্রাম ১ কোটি ১৩ লক্ষ ও নওদাপাড়া-কাজিপুর সড় প্রায় ৩ কোটি টাকার টেন্ডার হলেও রাস্তা প্রসস্থ করণ সংক্রান্ত বিষয়ে ঠিকাদার একটি মামলা দায়ের করে মামলার কারনে সড়ক গুলোর সংস্কার কাজ বন্ধ রয়েছে। গাংনী উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান চৌধুরী জানান,মামলাটি মিমাংশা করার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, এই তিনটি সড়ক দিয়ে ঢাকার সাথে সরাসরি কৃষি পন্য পরিবহন করা হয়। স্কুলের শিক্ষার্থীরাও চলাচলে বিপাকে পড়েছে। বর্তমানে রাস্তারটি চলচল অনুপোযুগী হয়ে পড়ায় এ এলাকায় ব্যবসা বানিজ্য ধস নেমেছে। মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,মামলাটি দ্রত নিস্পত্তি করে রাস্তা সংস্কার শুরু করার ব্যপারে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!