গাংনীতে বিজিবি’র ভলিবল বিতরণ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়ৈন্টিফোর ডটকম :

আমরা শুধু সীমান্তবর্তী বসবাসকারী নেশাখোর,মাদকাসক্তসহ নানা অপকর্মের সাথে জড়িত অপরাধীদের ধরে শাস্তি দিয়ে থাকি কিন্তু কখনও তাদের জীবনবোধ বুঝতে চেষ্টা করিনা। তারাও যে আর ১০ জনের মত স্বাভাবিক জীবন গড়ে বাঁচতে চাই। আমরা কখনও সেকথা ভাবতে চাইনা। আমরা ভাবিনা,কেন তারা খারাপ জগতে পা বাড়িয়েছে।বিশেষ করে স্কুল পড়–য়া ছেলেমেয়ে, যুবসমাজ বিনোদন না পেয়ে, খেলাধূলার সুযোগ না পেয়ে, পরিবারে বাবা মায়ের ভালবাসা না পেয়ে, অর্থাভাবে, খারাপ পরিবেশে উঠা বসা করে নষ্ট হয়ে যাচ্ছে। এসব পথভ্রষ্ট অপরাধীদের ফিরিয়ে আনতেই আমি ব্যক্তিগত উদ্যোগে সীমান্ত এলাকার বিভিন্ন স্কুল ও স্থানীয় সংগঠন গুলোকে খেলাধূলার সামগ্রী যেমন ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সেট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।গাংনী উপজেলার সীমান্ত বিদ্যালয় ধলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ভলিবল ও নেট তুলে দেয়ার সময় এসব কথাগুলো বলছিলেন, ৪৭ বিজিবি’র কুষ্টিয়া (মীরপুর) সেক্টর কমান্ডার লে. কর্ণেল রফিকুল আলম (পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, বিজিবির কাথুলী কোম্পানী কমান্ডার আইয়ূব হোসেন প্রমুখ। সেক্টর কমান্ডার (সিও)আরও বলেন, এছাড়াও আমি ব্যক্তিগত উদ্যোগে সীমান্ত এলাকায় বৃক্ষরোপনের জন্য ৭শ’ গাছের চারা লাগানো, সুপেয় পানির জন্য কয়েকটা টিউবওয়েল স্থাপন, বেকার যুব সমাজের ছেলেমেয়েদের আয়বর্ধক কাজের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে।তিনি আরও বলেন,কিশোর কিশোরী, যুব সমাজ যদি বিকেলে খেলাধূলা ও বিনোদনের সুযোগ পায় তাহলে তারা খারাপ পথ অর্থ্যাৎ নেশার জগত থেকে ফিরে আসবে। এসব মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীসমাজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!