প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রায় ৬ লাখ দিলেন গাংনী প্রাথমিক শিক্ষা অফিস

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়োন্টিফোর ডটকম :

গাংনী প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রায় ৬ লাখ টাকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ শাখা সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দেয়া হয়। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলাউদ্দীন জানান, গাংনী উপজেলা শিক্ষা অফিসের ১০ কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ৮ হাজার ৭শ’ ১৭ টাকা দেয়া হয়েছে। এছাড়া গাংনী সদর ক্লাস্টারের ১৬০ জন শিক্ষক শিক্ষিকা ১ লাখ ১ হাজার ৭শ’ ৩ টাকা, ধানখোলা ক্লাস্টারের ১৪৬ জন শিক্ষক শিক্ষিকা ৯২ হাজার ৮শ’ ৯২ টাকা,বাওটক্লাস্টারের ১৫৭ জন শিক্ষক শিক্ষিকা ৯৪ হাজার ৮শ’ ২টাকা,কাজিপুর ক্লাস্টারের ১১৩ জন শিক্ষক শিক্ষিকা ৭৩ হাজার ৪শ’১৪ টাকা,পলাশীপাড়া ক্লাস্টারের ১৫০ জন শিক্ষক শিক্ষিকা ৯২ হাজার ৫শ’১২ টাকা ও জোড়পুকুর ক্লাস্টারের ১৭৭ জন শিক্ষক শিক্ষিকা ১ লাখ ৯ হাজার ৮শ’৭৯ টাকা সর্বোমোট ৫ লাখ ৭২ হাজার ৯শ’১৯ টাকা প্রদান করা হয়েছে। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান আলী বলেন,নববর্ষের ২০% ভাতা হারে মোট ৯শ’১৩জন কর্মকর্তা,শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারীর কাছ থেকে ৫ লাখ ৭২ হাজার ৯শ’১৯ টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!