হাড্ডাড্ডি লড়াইয়ের পর জেলা পরিষদের গাংনী ও রাইপুর ওয়ার্ডের উপনির্বাচনে মজিরুল বিজয়ী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলা পরিষদের গাংনী পৌরসভা ও রাইপুর ইউপি ওয়ার্ডের উপনির্বাচনের বেসরকারী ফলাফলে তালা প্রতিকে মো: মজিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। ভোট গনণা শেষে বৃহস্পতিবার দুপুর ২ টা ১০ মিনিটের সময় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মো: রশিদুল আলম। প্রিজাইডিং অফিসার মো: রশিদুল আলম জানান,তালা প্রতিকে মো: মজিরুল ইসলাম ১৫ ভোট পেয়ে বিজয়ী হন।এবং টিউবয়েল প্রতিকে মো: রাহিবুল ইসলাম ১৩ ভোট পেয়ে পরাজিত হন। ভোট গণনা কালে সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরর্কা,গাংনী থানার ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম,সদস্য প্রার্থী মোধ মজিরুল ইসলাম,মো: রাহিবুল ইসলাম,এজন্ট বৃন্দ ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রার্থীরা দুজন একে অপরের সাথে কর্মদন করেন। এক সাথে গাংনীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে রিটানিং অফিসার ও জেলা জেলা প্রশাসক মো: আতাউল গনী। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে থেকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে ভোট গ্রহন শুরু হয়েছে চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা : ২৮ জন। এর মধ্যে ১জন উপজেলা চেয়ারম্যান,১ জন মেয়র,১জন মহিলা ভাইস চেয়ারম্যান,১জন চেয়ারম্যান,১২জন কাউন্সিলর,১২ ইউপি সদস্য রয়েছে। উল্লেখ্য : জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য মজিরুল ইসলাম গত মার্চ মাসে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে পদত্যাগ করেছিলেন। একারণে পদটি শুন্যে হয়। গত ৩০জুন রবিবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষনা করে। নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তফসিল ঘোষনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!