গাংনীতে গরু ব্যবসায়ীদের উপর বোমা হামলা। ৩ লক্ষাধিক টাকা লুট

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ীদের উপর বোমা হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা-কুঞ্জনগর সড়কের মিকুশীস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ডালিম হোসেন ও মোয়াজ্জেম হোসেন নামের দুজন গরু ব্যবসায়ী কুপিয়ে ৩ লক্ষাধিক টাকা লুট করে। আহতদের বাড়ি গাংনী উপজেলার কামারখালী গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে। আহত ডালিম হোসেন জানান, চুয়াডাঙ্গার জেলার শিয়ালমারী হাট থেকে গরু বিক্রি করে স্যালোইঞ্জিন চালিত একটি গাড়ি যোগে পাঁচজন গরু ব্যবসায়ী কামারখালি গ্রামে ফিরছিলাম। মিকুশিস স্কুলের সামনে রাস্তার উপর বেঞ্চ ও গাছ দিয়ে গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা। প্রথমেই তাদের হাতে থাকা লাঠি দিয়ে মোয়াজ্জেম হোসেনকে বেধড়ক মারপিট করে। গরু ব্যাপারী ইয়াসিন আলীর কাছ থেকে ৮০ হাজার, কালাম হোসেনের কাছ থেকে ৪৫ হাজার, জহির হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার সাথে ধস্তাধস্তির সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় আমার হাতের আঙ্গুল কেটে যায়। আমার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেই। এরপরপরই আমাদের লক্ষ করে একটি বোমা ছুড়ে মারে। বোমাঘাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!