গাংনীতে চাল নিয়ে চলছে চালবাজি। এমপির বাজার পরিদর্শন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে চাল নিয়ে চলছে চালবাজি। হঠাৎ কয়েকদিন যাবৎ কেজি প্রতি চালের দাম বেড়েছে ৫/৬ টাকা পর্যন্ত। চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে গাংনী বাজার চালের বাজার মনিটরিং করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি গাংনী বাজারের বেশকিছু চালের দোকান ও আড়ৎ এ গিয়ে ব্যবসায়ীদের দাম সহনিয় পর্যায়ে রাখার আহবান জানান। সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,করোনার অজুহাতে কতিপয় ব্যবসায়ীরা চাল সহ নিত্য প্রয়েজনীয় জিনিসের মূল্যে বৃদ্ধি করেছে। সাধারন জনগনের কাছ থেকে এ বিষয়টি অবগত হওয়ার পর নেতা কর্মীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এসময় চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য’র মূল্যে বৃদ্ধি না করতে ব্যবসায়ীদেও প্রতি আহবান জানান। এদিকে ভোক্তাদের প্রতি লবনের মত তাড়াহুড়ো করে কোন পন্য ক্রয় না করতে আহবান জানান সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। কোন ব্যবসায়ী চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কবে ব্যবসায়ীরা জানান,ধানের সংকট ও মিলমালিকরা চালের মূল্যে বৃদ্ধি করার কারনে খুচরা পর্যায়ে মূল্যে কিছুটা বুদ্ধি পেয়েছে। এসময় আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান মকলেচ,,মনিরুজ্জামান আতু উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!